বাংলাদেশে দুইশোরও বেশী পৌরসভায় নির্বাচনের জন্যে দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
কমিশনের উর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩০শে ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে কাউন্সিলর পদগুলোতে নির্দলীয়ভাবেই ভোট হবে।
এ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ হচ্ছে ৩রা ডিসেম্বর। এর পর ডিসেম্বরের পাঁচ ও ছয় তারিখ মনোনয়নপত্র বাছাই হবে, আর মনোনয়ন প্রত্যাহারের সবশেষ দিন হচ্ছে ১৩ ডিসেম্বর।
বিগত সংসদ নির্বাচন বর্জনকারী প্রধান বিরোধী দল বিএনপি এই স্থানীয় নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। দলটির নেতারা এর আগে বলেছিলেন যে এ ব্যাপারে তারা দলীয় ফোরামে আলোচনা করবেন।
গত বছরের ৫ই জানুয়ারীর নির্বাচনের পর অনুষ্ঠিত সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে চারটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন।
তবে ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনগুলোয় বিএনপি সমর্থিত প্রার্থীরা শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান।-বিবিসি
(0)