সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বারবার অনুরোধ জানানো সত্ত্বেও এ ঝুঁকির কারণ সম্পর্কে কোনো তথ্যই দিচ্ছে না যুক্তরাষ্ট্র। সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যার পর, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশ্বের নানা দেশ থেকে আসে সতর্কবার্তা।
যুক্তরাষ্ট্র তার নাগরিকদের এ দেশের ভ্রমনে দফায় দফায় জারি করে সতর্কতা। এমন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বানিকাট, যুক্তরাষ্ট্রের হাই কমিশনার রবার্ট গিবসনসহ কয়েকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূত। বিদেশি নাগরকিদের জন্য সরকারের নেয়া নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, বর্তমানে নিরাপত্তা নিয়ে তার সন্তুষ্ট।
তবে যুক্তরাষ্ট্রের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমনের ওপর সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু কী ধরনের সন্ত্রাসী কার্যকলাপের তথ্য তাদের কাছে আছে সে প্রশ্ন এড়িয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বারবার অনুরোধ জানানো সত্ত্বেও, এখন পর্যন্ত কোনো তথ্যই দেয়নি যুক্তরাষ্ট্র।
তার দাবি, দুই বিদেশি হত্যা নিছক ষড়যন্ত্র। স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, দেশের আইএসের মতো জঙ্গী গোষ্ঠির কোনো অস্তিত্ব নেই। আর দুই বিদেশি হত্যায় জড়িতদের শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে।
(7)