মঙ্গলবার নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ‘বাংলাদেশে আবার বিদেশিদের বিরুদ্ধে, বিশেষ করে বিদেশিদের বড় ধরনের জমায়েতে সন্ত্রাসী হামলার নির্ভরযোগ্য তথ্য রয়েছে।’
সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি খুনের পর ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভ্রমণ সতর্কতা জারি করলেও এবার খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়ই এই সতর্কতা জারি করল।
যুক্তরাষ্ট্র ব্লগার হত্যা এবং আরো একাধিক হত্যা এবং বোমা নিক্ষেপের কথা উল্লেখ করে বলেছে, ‘আরো হামলার সম্ভাবনা রয়েছে।’
সতর্ক বার্তায় বলা হয়েছে, ‘যদিও বাংলাদেশে মার্কিন কর্মকর্তারা কোনো অঘটনা ছাড়াই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, তবে (ঢাকাস্থ মার্কিন) দূতাবাস ব্যক্তিগত চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।’
‘যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারকে বেশিরভাগ পাবলিক প্লেসে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না এবং রাস্তায় কিংবা গলিতে পায়ে হেঁটে, মোটর সাইকেল, বাইসাইকেল, রিকশা কিংবা অন্যান্য খোলা যানবহনে চড়া নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক হোটেলের অনুষ্ঠানসহ বড় সমাবেশে যোগ দেয়ার ক্ষেত্রেও তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে,’ বলা হয় সতর্ক বার্তায়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা আশা করছে, বাংলাদেশে অবস্থানকালে মার্কিন নাগরিকতরাও একই ধরনের নিরাপত্তা সতর্কতা অবলম্বন করবেন।
তবে সন্ত্রাসী হামলার ধরণ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অস্বীকৃতি জানিয়েছে এবং বলেছে, গোয়েন্দা তথ্য নিয়ে তারা কোনো মন্তব্য করে না।
সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় এক ইতালীয় ত্রাণকর্মী এবং রংপুরে এক জাপানি সাহায্যকর্মীকে খুন এবং এরপরে ঢাকায় এক শিয়া সমাবেশে হামলা চালিয়ে দুইজনকে হত্যা করার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। তবে বাংলাদেশ সরকার এজন্য দেশীয় ইসলামী জঙ্গিদের দায়ী করছে।
সূত্র: এপি, সিবিএস
(2)