খানজাহান আলী থানা প্রতিনিধিঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ, দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং শ্রমিকদের কল্যাণে তাদের ন্যায় সঙ্গত দাবী মেনে তাদের বাচানোর দাবীতে বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা-যশোর আঞ্চলিক কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
আজ শনিবার সকাল ১১টায় খানজাহান আলী থানাধীন খুলনা যশোর মহাসড়কের শিরোমণি ঝিলিক স্টুডিও এর সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা যশোর আঞ্চলিক কমিটির সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শেখ রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে শ্রমিক নেতা মোল্যা আব্দুস সোবহান, ইসমাইল হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা কাগজী আজগর হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলেক শেখ, বীর মুক্তিযোদ্ধা আ. গণি, ব্যাংকার জাহিদ ইকবাল, ট্রাক ইউনিয়নের নেতা শেখ নুরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীও স্থানীয় জনতা অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ অবিলম্বে ইউক্রেন-রশিয়া যুব্ধ বন্ধ করে শান্তিপুর্ণ সমাধান এবং দেশের মানুষের নিত্য প্রয়োজনিয় পণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের জীবন জীবীকার সহনশীল করার আহবান জানান।
(2)