দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে, গতবারের মতোই বাংলাদেশের স্কোর ২৫। সংস্থাটির বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি সংবাদ সম্মেলনে জানিয়েছে, দুর্নীতিবিরোধী উদ্যোগগুলোর প্রয়োগ ও চর্চায় ঘাটতির ফলে, অবস্থার কোনো উন্নতি হয়নি বাংলাদেশের।
দুর্নীতি। এশিয়া থেকে আফ্রিকা কিংবা ইউরোপ অথবা আমেরিকা। দেশে দেশে দুর্নীতির কারণেই ব্যহত হচ্ছে সুশাসন।
দুর্নীতির বিরুদ্ধে কাজ করা আন্তর্জাতিক সংস্থা-টিআই-এর এবারের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে।
সংস্থাটির বাংলাদেশ চ্যাপ্টার-টিআইবি এই প্রতিবেদন তুলে ধরে, জানিয়ে দেয় বাংলাদেশের অবস্থান। যেখান দুর্নীতির সূচকে, যথারীতি পাস মার্কও পায়নি দেশটি। নীচের দিক থেকে অবস্থান ১৩ তম।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের স্কোর ১০০’র মধ্যে মাত্র ২৫। গতবছরের তুলনায় যা অপরিবর্তীত। সরকার বারবার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান ঘোষণা করলেও পরিস্থিতির কেন উন্নতি হলো না-এ বিষয়ে টিআইবি মনে করছে, দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গীকারের বাস্তবায়ণ আরও কঠোর হতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে সংসদের আরও জোরলো অবস্থান থাকা উচিত বলেও মনে করছে টিআইবি। উন্নয়নের বিপরীতে গণতন্ত্রকে দাঁড় করানো উচিত নয় বলেও মনে করে সংস্থাটি।
সবচেয়ে বেশী ৯১ স্কোর পেয়ে২০১৫ সালে শীর্ষ দুর্নীতিমুক্ত দেশ ডেনমার্ক। আর সবচেয়ে বাজে অবস্থান উত্তর কোরিয়া ও সোমালিয়া। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বাজে ফলাফল আফগানিস্তানের- নীচের দিক থেকে দ্বিতীয়। বাংলাদেশের চেয়ে দুর্নীতি কম হয় ভারত, পাকিস্তান এবং শ্রীলংকাতেও।
(5)