বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) খুলনা বিভাগীয় কমিটির সংগঠনিক দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) বেলা ১১ টায় খুলনা মহানগরীর মহেশ্বরপাশা কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মাস্টার কালিপদ দাস।
কর্মশালায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি উদয় দাস।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দলিত পরিষদ এর কেন্দ্রীয় উপদেষ্টা ও পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস, খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক তপন বিশ্বাস, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি অনন্ত দাস, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গৌর দাস, দলিত ভয়েস ২৪ ডটকম এর সহ-বার্তা সম্পাদক আসাফুর রহমান কাজল, খুলনা জেলা কমিটির সাধারন সম্পাদক সুধাংশু দাস।
কর্মশালার শুরুতে খুলনা বিভাগীয় কমিটির সহসভাপতি মাস্টার সন্তোষ দাস ও রূপসা উপজেলা কমিটির সদস্য অমর দাসের স্মরণে নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শোভন দাস।
(35)