ডুমুরিয়ায় বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর আলোচনা সভা ও বিডিপির ডুমুরিয়া মাগুরাঘোনা ইউনিয়ন শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত পরিষদ এর উদ্যোগে এবং পরিত্রাণের সহায়তায় রবিবার দিনব্যাপি ডুমুরিয়া মাগুরাঘোনা ইউনিয়ন ঋষিপাড়ায় আলোচনা সভা এবং মাগুরাঘোনা ইউনিয়ন শাখা কমিটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন গোষ্ঠদাস। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি উদয় দাস, বিশেষ অতিথি ছিলেন ফাদার আন্তনীয় জার্মানু দাস, পরিত্রাণ নির্বাহী পরিচালক মি: মিলন দাস, মো: হামিদ চৌধুরী সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা ইউনিয়ন শাখা, বালাদেশ দলিত পরিষদ (বিডিপি)’র কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অশোক দাস, বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি)’র খুলনা জেলা কমিটির সাধারন সম্পাদক সুধাংশু মার্টিন দাস, পূজা উদযাপন কমিটি ডুমুরিয়া শাখার সাধারন সম্পাদক গোবিন্দ ঘোষ, ইউপি সদস্য হরিদাস বৌদ্দ, মাগুরাঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আবুল হোসেন, উপস্থিত ছিলেন বিডিপি সদস্য গোলাপী দাস, তারেক সরকার, বাহারুল ইসলাম, আলাউদ্দিন প্রমুখ।
উজ্জল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে অবস্থানরত সুবিধাবঞ্চিত দলিত জনগোষ্ঠির অধিকার আন্দোলনের একমাত্র প্লাটফর্ম বাংলাদেশ দলিত পরিষদ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত দলিত জনগোষ্ঠির অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিত পরিষদ তথা বিডিপির আত্মপ্রকাশ ঘটেছে। বাংলাদেশের যেখানে দলিতদের প্রতি শোষণ, নির্যাতন করা হয় বাংলাদেশ দলিত পরিষদ সেখানে বিদ্যুৎ গতিতে দূর্বার আন্দোলন গড়ে তোলে।
আলোচনা সভা শেষে সকলের উপস্থিতিতে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) ডুমুরিয়া মাগুরাঘোনা ইউনিয়ন শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।