পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ তখনও সূর্যের দেখা মেলেনি। অনেকেই ঘুম থেকে ওঠেননি। শীতের তীব্রতা একেবারে কম নয়। বেশিরভাগ মানুষ তখনও দৈনন্দিন কাজ শুরু করেনি। অথচ শীতের এমন সকালে বসে ছিলেন না পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।
শীতকে উপেক্ষা করে এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে প্রায় প্রতিনিয়ত বাইকে চড়ে ছুটে চলেছেন নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অপার প্রান্তে। কারণ তিনি যে অত্র এলাকার অভিভাবক। তিনি যে ৭ লাখ মানুষের প্রতিনিধি। দুটি উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার উন্নয়নের দায়িত্ব যে তার উপর। আমরা অনেকেই লেপের মধ্যে শীতের উষ্ণতা খোঁজার চেষ্টা করলেও এতবড় গুরু দায়িত্ব যার উপর শীত, রোদ, ঝড় কিংবা বৃষ্টি কোন কিছুই তো আর তাকে বেঁধে রাখতে পারে না। তিনি তো জনগণের সেবা করার মাঝেই শীতের উষ্ণতা খোঁজার চেষ্টা করবেন এটাই হয়তো স্বাভাবিক।
স্কুল জীবন থেকে রাজনৈতিক হাতে খঁড়ি এক সময়ের তুখোড় ছাত্রনেতা। যার উপর আজ শুধু রাজনৈতিক দায়িত্ব নয়। একটি সংসদীয় নির্বাচনী এলাকার সব দায়িত্ব অর্পন করা হয়েছে। কোন ব্রিজটা করলে এলাকার মানুষ উপকৃত হবে, কোন রাস্তাটা করলে মানুষের যাতায়াত সহজ হবে, কোন প্রতিষ্ঠানটা করলে এলাকার মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, কোন শিক্ষা প্রতিষ্ঠানটা করলে এলাকার মানুষ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না। কোন নদী-খালটা খনন করলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে না। কোন বাঁধটা দিলে এলাকা প্লাবিত হবে না। কোন মানুষটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, কোন মানুষটার প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রয়োজন, কোন পরিবারে সুপেয় পানি সংরক্ষণের জন্য জলাধার প্রয়োজন, সবটাই ভাবতে হয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবুকে।
এলাকার এসব সমস্যা নিরসন এবং উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল করতে কখনও কখনও তিনি গাড়িতে চড়লেও বেশিরভাগ সময় বাইকে চড়েই ছুটে চলেন নির্বাচনী এলাকায়। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত অবস্থান করেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে। এমপি কিংবা জনপ্রতিনিধি নয় একজন সেবক হয়ে এলাকাবাসীর সেবা করে যেতে চান স্থানীয় এ সংসদ সদস্য।
(1)