খানজাহান আলী থানা প্রতিনিধি: মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র জমা ও বাছাইয়ের শেষ দিন। সর্বশেষ তথ্য অনুযায়ী নির্বাচনে মোট ৯টি পদে দুটি প্যানেলে বিভক্ত হয়ে মোট ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে শাহাজাহান-মুজিবর লাঙ্গল প্রতীক এবং আব্দুল কাদের-কামরুজ্জামান হাতুড়ী প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়ছে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মাহাবুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া ও যাচাই-বাছাই ১৬ নভেম্বর বুধবার শেষ হয়েছে। নির্বাচনে দুটি প্যানেলের বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। শাহাজাহান- মুজিবর প্যানেল লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেলের সভাপতি পদে মো. শাহাজাহান, সাধারণ সম্পাদক পদে মো. মুজিবুর রহমান মোড়ল, সহ-সভাপতি পদে মোহাম্মাদ আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল মান্নান, দ্প্তর সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিনা. প্রচার সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. মুরাদ শেখ, কার্যনির্বাহী সদস্য পদে মো. আব্দুর রউফ এবং অপর প্যানেল হাতুড়ী প্রতীকের সভাপতি পদে আব্দুল কাদের খান, সাধারণ সম্পাদক পদে বেগ কামরুজ্জামান, সহ-সভাপতি পদে মো. মাঈদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক পদে শিমুল হোসেন, প্রচার সম্পাদক পদে মো. শাহ নেওয়াজ মোল্যা, কোষাধ্যক্ষ পদে শেখ ইকবাল হোসেন, সদস্য পদে মো. আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচন পরিচলনা কমিটির চেয়ারম্যান জানায়, আগামী ১৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত প্রর্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং এই দিন বিকাল ৪টায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ১৬৩ জন ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে ইউনিয়নের নেতা নির্বাচিত করবেন।
(3)