নগরীর রূপসা বাগমারা বালুর মাঠে ৮ দলীয় ফুটবল টূর্নামেন্ট ‘বাগমারা চ্যাম্পিয়নস লীগ-২০১৫’ শুরু হয়েছে।
মঙ্গলবার টুর্নামেন্টের ৩য় দিনে রাসেল একাদশ টাইব্রেকারে সাকিল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হলে তা’ টাইব্রেকারে গড়ায়। রাসেল একাদশ টাইব্রেকারে ২-০ গোলে জয় পায়। ম্যাচসেরা নিবাচিত হয়েছেন জাকারিয়া (রাসের একাদশ)। পুরস্কার বিতরণ করেন সমাজ সেবক আমির হোসেন (বড়)।
বুধবার একই মাঠে বিকাল সাড়ে ৪টায় রেজা একাদশ ও ম্যানচেস্টার একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
(1)