মঙ্গলবার ভোরে মোরেলগঞ্জ উপজেলার সদর বাজারে এ অগ্নিকাণ্ড হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয়রা কাপড়পট্টিতে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ৪ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এসময় পুড়ে যাওয়া একটি দোকানের ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি। আগুনে কাপড় ও গার্মেন্টস সামগ্রী পুড়ে যাওয়ায় ৪কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
এ ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এদিকে আগুনের সূত্রপাত জানা না গেলেও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
(2)