সাজাপ্রাপ্তরা হলেন- লালমনিরহাট পৌরসভার পূর্ব থানাপাড়া এলাকার আমির হোসেনের ছেলে কনের বাবা জয়নাল আবেদীন (৪৭) ও একই পৌরসভার মদনের চক এলাকার হাসান আলীর ছেলে বর দুলু মিয়া (২৫)।
জেলা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজার রহমান জানান, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তারের (১৪) বাল্যবিয়ের আয়োজন করে তার পরিবার। এমন একটি গোপন খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ শুক্রবার বিকালে ওই বাড়িতে অভিযান চালায়।
এ সময় পুলিশ দেখে সবাই পালিয়ে গেলেও কনের বাবা জয়নাল আবেদীন ও বর দুলু মিয়াকে আটক করে পুলিশ।
পরে আটক বাবা ও বরকে শুক্রবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাল্য বিয়ের আয়োজন করার দায়ের কনের বাবা জয়নাল আবেদীনের সাতদিন ও বর দুলু মিয়ার এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।- ব্রেকিংনিউজ
(0)