ইউএসএআইডি’র অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও পরিত্রাণ এর সহযোগিতায় প্রটেক্টিং হিউম্যান রাইটস্(পিএইচআর) প্রোগ্রামের আওতায় মনিরামপুর ডিগ্রি কলেজের ইয়্যূথ গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে। তারা ইচ্ছে মিডিয়ার রচিতনাটক ‘ফিরেআসা’ মঞ্চস্থ করে। কলেজের বিভিন্ন বিষয়ের শিক্ষকগণ ও বর্ষের শিক্ষার্থীরা নাটক উপভোগ করেন।
//মোঃ রবিউল ইসলাম, মনিরামপুর, যশোর
(82)