অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শিক্ষাবিদ নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেন, বিএনপি-জামায়াতের সকল ধাক্কা কাটিয়ে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। পৌরসভা নির্বাচনে বিএনপির ভরাডুবি হলেও এখনো হায়নার দল কু-মন্তব্য প্রচার করে চলেছে। তারা মানুষ পুড়িয়ে হত্যা করে ক্ষ্যান্ত হয়নি। পদ্মাসেতু না হওয়ার জন্য মরিয়া হয়ে উঠে পড়েছে।
কিন্তু দেশের জনগণ চায় পদ্মা সেতু হোক এবং উন্নয়নের ধারা অব্যহত থাকুক। বিএনপি-জামায়াতের ওই প্রতিহিংসার রাজনীতি জনগন মানেনা। এ অপশক্তিকে প্রতিহত করতে প্রতিমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স,ম, কবিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্যদেন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সভায় সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল খোকন, শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, সরদার আবু সালেহ, মৃনাল কান্তি জোয়াদ্দার, কাজী ইমদাদুল হক, প্রতিমন্ত্রীর এপিএস সমীর কুমার দে গোরা, যুবলীগ নেতা প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্যা সোহেল রানা, মোল্যা জাহিদুল ইসলাম, কাজী আলমগীর হোসেন, প্রভাষক গোবিন্দ ঘোষ, খান ইমরান কবির, সরদার শরিফুল ইসলাম, সৌমিত্র রায় পল্টু, বায়েজিদ হালদার, আশরাফুল আলম রাজু, মেহেদী হাসান বিপ্লব, অভিজিত কুমার কুন্ডু, শেখ মুজিবুর রহমান, ওবায়দুর ইসলাম দোলন, বিশ্বজিত দে, চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, শামীম আক্তার টিটো, শেখ হাফিজুর রহমান, অরিন্দম মল্লিকসহ সাবেক ছাত্রনেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।
রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(8)