মঙ্গলবার বিকাল ৩টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আইনজীবীরা এ জামায়াত নেতার সঙ্গে সাক্ষাৎ করে রিভিউ প্রসঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট মো. শিশির মনির।
শিশিরের নেতৃত্ব ৫ জন আইনজীবী মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্য ৪ আইনজীবী হলেন- অ্যাডভোকেট মশিউল আলম, ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, মতিউর রহমান আকন্দ এবং অ্যাডভোকেট আসাদ উদ্দিন।
এর আগে শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারে তার পরিবারের সদস্যরা যায়। গত ৩ অক্টোবর সকালে মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
(1)