এক যুগের বলিউডি কেরিয়ারে বরাবরই খুব ভেবেচিন্তে চরিত্র বাছাই করেছেন রিমি। ‘ধুম’-এর সাফল্য তাঁকে বেশ শক্ত জমি দিয়েছিল। ২০১১-তে পরিচালক তিগমাংশু ধুলিয়ার ‘শাগরেদ’ ছবিতে শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। তার পর তিন বছর কেটে গেলেও কোনও ছবিতে সুযোগ পাননি। সে জন্যই কি পরিচালনায় আসতে চান? এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন রিমি
বিগ বসে আসার জন্য কি কোনও বিশেষ প্রস্তুতি নিয়েছেন রিমি? নায়িকা জানিয়েছেন, রান্না তিনি একেবারেই জানেন না। ফলে বিগ বসের রান্নাঘর তিনি এড়িয়েই যাবেন। এই রিয়ালিটি শো জেতার জন্য কি কোনও স্ট্র্যাটেজি রয়েছে তাঁর? রিমির কথায়, ‘‘আমি খুব ঠাণ্ডা মাথার মানুষ। সবার সঙ্গে মিশতে একটু সময় লাগে আমার। তবে কোনও ঝামেলা হলে আমি সামলে নিতে পারব বলেই মনে হয়।’’ আপাতত অপেক্ষা। বাকি প্রতিযোগীদের সঙ্গে কী ভাবে নিজেকে মানিয়ে নেন রিমি সেটাই এখন দেখার।
(1)