বিজিবি সেক্টর সদর দপ্তর খুলনার তত্ত্বাবধায়নে এবং ২১নং ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ২৪ থেকে বুধবার চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মোঃ খলিলুর রহমান, ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুর রহিম প্রমুখ। পৃথক ৪টি রিজিয়ন ও ঢাকা সেক্টরের মধ্যকার এ খেলায় শ্রেষ্ঠ নির্বাচিত খেলোয়াড় হয়েছেন সিপাহী মোঃ তরিকুল ইসলাম এবং নবীন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোঃ আবুল মনসুর।
(13)