বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশকে সহযোগিতা করতে আজ রাতের জন্য ২প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, দুর্বৃত্তের গুলিতে দুই বিদেশি নাগরিক নিহতের পর বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেয়া হয়।
এরপর বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে তাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এরপরও বিদেশিদের মনে শঙ্কা দূর না হওয়ায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার রাত থেকে বিজিবি মোতায়েন করা হয়।
(0)