টি-টোয়েন্টির বড় নাম আফ্রিদি, গেইল, সাঙ্গাকারা ও দিলশানকে দলভুক্ত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। প্লেয়ার বাই চয়েজের বাইরে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেরা যোগাযোগ করে ক্রিকেটারদের নিশ্চিত করেছে। ২০ নভেম্বর পর্দা উঠবে বিপিএলের তৃতীয় আসরের। প্রতিদিন হবে দুটি ম্যাচ। ১৫ ডিসেম্বর হবে ফাইনাল।
এবারো বরিশালে ক্রিস গেইল; প্রথম আসরে বরিশালে খেললেও দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সে খেলেছেন।
শাহীদ আফ্রিদিকে ভিড়িয়েছে সিলেট। প্রথম দুই আসরে ঢাকার হয়ে খেলেছেন। কুমার সাঙ্গাকারা খেলবেন ঢাকা ডায়ানামাইটসে। বিপিএলে প্রথমবার খেলবেন লঙ্কান লেজেন্ড। এছাড়া শোয়েব মালিককে পেয়েছে কুমিল্লা; তিলেকরত্নে দিলশান খেলবেন চট্টগ্রামে; থিসারা পেরেরা খেলবেন রংপুর রাইডার্সে।
বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, দেশি ছয় আইকনও ঠিক হয়ে গেছে। প্রথম দুই আসরের মতো এবারও চট্টগ্রামে তামিম; ঢাকায় সাকিব; মুশফিক থাকছে সিলেটে; মাশরাফিকে নিয়েছে কুমিল্লা। মাহমুদুল্লাহ বরিশালে; গতবারের মতো এবারও রংপুরে নাসির। দেশীয় তারকা ক্রিকেটাররা পাচ্ছে ৩৫ লাখ টাকা; যেখানে বিদেশি ক্রিকেটারদের পারশ্রমিক ৭০ হাজার ইউএস ডলার।
বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে আসছেন ভারতীয় তারকা হৃত্নিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্লেব্যাক সিংগার কেকে। এর আগেও বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের নিয়ে সমালোচনা হয়েছিলো। গ্ল্যামার বাড়াতে এবারও তাদের দিকে হাত বাড়িয়েছে বিপিএল কর্তৃপক্ষ।
(5)