২০১৫ সালের বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের জন্য ছয় ফ্রাঞ্চাইজি র মধ্যে পাঁচ ফ্রাঞ্চাইজি চূড়ান্ত করেছে
তিনি জানান, আগের সাত ফ্র্যাঞ্চাইজির পাঁচটাকেই বাদ দেয়া হয়েছে। টিকে গেছে কেবল রংপুর রাইডার্স ও সিলেট রয়্যালস। খুলনা ও রাজশাহীকে নিয়ে আগ্রহ দেখিয়েছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি।
ইসমাইল হায়দার মল্লিক জানান, আগের নামেই খেলবে রংপুর ও সিলেট। তবে, ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের দলের নাম চূড়ান্ত হয়নি। দ্বিতীয় আসরে ছিল সাতটি দল। এবার কমছে একটা।
বিপিএলের তৃতীয় আসর শুরু হবে নভেম্বরে। প্রথম দুই আসরে ক্রিকেটার বাছাই নিলামে হলেও এবার হবে প্লেয়ার বাই চয়েসে। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হলেই শুরু হয়ে যাবে এ প্রক্রিয়া।
(1)