যুব বিশ্বকাপকে ঘিরে কর্মব্যস্ততা চট্টগ্রামের দুই ভেন্যু এম এ আজিজ ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চলছে গ্যালারী সংস্কারের কাজ, উইকেট আর আউটফিল্ড তৈরিতে গ্রাউন্ডকর্মীদের শেষ মুহুর্তের প্রয়াস। উপলক্ষটা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ।
দীর্ঘ ১১ ব্ছর পর যুব বিশ্বকাপের আসর বসছে বন্দর নগরিতে। আয়োজন সফল করতে সব ধরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আর তাই উদ্বোধনী ম্যাচের আগেই ভেন্যু নিয়ে নেই কোনো শঙ্কা।
আসর শুরুর আগে নিরাপত্তা ইস্যুতে কম জল ঘোলা হয়নি। ইতোমধ্যে নাম প্রত্যাহার করেছে অন্যতম বড় দল অস্ট্রেলিয়া। তবে চট্টগ্রামে নিরাপত্তা নিয়ে স্বস্তির কথা জানালেন পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা, দিলেন সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি।
২০ জানুয়ারী অনুশীলন ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব। চলবে ২ ফেব্রুয়ারী পর্যন্ত। চারটি অনুশীলন ম্যাচ ছাড়াও বিশ্বকাপেরর সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
(0)