বিশ্বকাপ বাছাইপর্বে হেরেছে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলই। চিলির কাছে ২-০ গোলে হেরেছে ব্রাজিল। গোল করেছেন ভারগাস ও সানচেজ। অন্য ম্যাচে ইকুয়েডরের কাছে একই ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের হয়ে গোল করেছেন ইরেজো এবং ফিলিপে সেইসেডো।
এরকম আক্রমণ আর পাল্টা আক্রমণ দিয়েই শেষ হয় প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে ফিরেও ঘটতে থাকে একই রকম ঘটনা। গোলের খেলা ফুটবলে গোলটা শেষ পর্যন্ত হয় ৭২ মিনিটে। স্কোরার এদোয়ার্দো ভারগাস।
গোল শোধের জন্য আরো মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তবে ফলটা হয় উল্টো। শেষ মিনিটে রক্ষণভাগের ব্যর্থতায় আরো একগোল হজম করে সেলেসাওরা। চিলির দ্বিতীয় গোলটি করেন অ্যালেক্সিস সানচেজ।
আরেক ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। মেসিবিহীন আর্জেন্টিনা শুরু থেকেই এলোমেলো। দুর্বল ইকুয়েডরের বিপক্ষেও রীতিমতো ধুঁকতে থাকলো শুরু থেকেই। ইকুয়েডরের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয় অনেকটা সময়।
দ্বিতীয়ার্ধেও বারবার ব্যর্থ আক্রমণ করে আলবিসেলেস্তে। ৮১ মিনিটে হুট করেই ঘটে অঘটন। আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন ইরেজো।
সেই গোলের রেশ কাটতে না কাটতেই আবারো ধাক্কা আজেন্টিনার জন্য। আর্জেন্টিনার আক্রমণ থেকে বল ঘুরিয়ে অসাধারণ একটি পাস দেন আন্তোনিয়ো ভ্যালেন্সিয়া। আর সেটা থেকে স্কোর করতে কোন ভুলই করেন নি ফিলিপে সেইসেডো। পরে আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা।
(3)