ফ্রাঞ্চাইজিগুলোর আর্থিক অনিয়ম তদন্তে নামা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ কথা জানান, বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বলেন, দলগুলোকে তদন্ত কমিটির মুখোমুখি করতে, সব ধরনের সহযোগিতা দেবে ক্রিকেট বোর্ড।
বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা আর্থিক অনিয়ম, মানি লন্ডারিং, দেশী ও বিদেশী ক্রিকেটারদের রাজস্ব ফাকি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচারিত হয় চ্যানেল টোয়েন্টিফোরে। যার ধারাবাহিকতায় ১৫ সদস্যের উচ্চক্ষমতা তদন্ত কমিটি গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। ২৫ জানুয়ারির মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয় কমিটিকে।
দায়িত্ব পাবার এক সপ্তাহের মধ্যে কমিটির ছয় সদস্য সভা করলেন ক্রিকেট বোর্ডের সাথে। কে দেবে বকেয়া রাজস্ব? বোর্ড নাকি ফ্র্যাঞ্চাইজি, এ নিয়েই আলোচনা বিসিবিতে। সভা শেষে বিসিবি প্রধান নির্বাহী জানান, প্লেয়ার্স পেমেন্ট যেহেতু ফ্র্যাঞ্চাইজি করেছে, রাজস্ব প্রদানের দায়িত্বও সংশ্লিষ্ট দলের।
দেশী ও বিদেশী ক্রিকেটারদের চুক্তি সংক্রান্ত সব তথ্যের ব্যাপারে অবগত বিসিবি। প্রধান নির্বাহী জানান, তদন্তের স্বার্থে এনবিআরকে সব ধরণের তথ্য দিয়ে সহায়তা করবে ক্রিকেট বোর্ড।
প্রথম দু আসরেও বিতর্ক ছিলো ফ্র্যাঞ্চাইজিগুলোর প্লেয়ার্স পেমেন্ট নিয়ে। ফলে তৃতীয় আসরে আগের অভিজ্ঞতার আলোকে ছয় দলের কাছ থেকে ব্যাংক গ্যারন্টি নেয় ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির দায় মেটাতে ব্যাংক গ্যারান্টি থেকে কি ট্যাক্স দিতে হতে পারে বোর্ডকে?
(0)