গত সাধারণ নির্বাচনের পর গুরুত্বপূর্ণ এই নির্বাচনে এখনও ভোট গণনা চলছে। আজই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
তবে এখনও পর্যন্ত যতো ভোট গণনা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের নেতৃত্বে আঞ্চলিক দলগুলোর জোট এগিয়ে রয়েছে।
আর ভরাডুবি হতে চলেছে বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের।
সংবাদদাতারা বলছেন, নির্বাচনে মহাজোটের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের সম্ভাবনা।
গত বছর বিপুল ভোটে বিজেপির জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যে এই ফলাফল বড়ো ধরনের ধাক্কা।
সংবাদদাতারা বলেছেন, এর ফলে মি. মোদির পক্ষে তার অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়ছে।
বিহারের এই ফলাফলকে দেখা হচ্ছে মি. মোদির ওই সংস্কার পরিকল্পনার ওপর গণভোট হিসেবে।
প্রধানমন্ত্রী মোদি ভারতের অত্যন্ত দরিদ্র একটি রাজ্য হিসেবে পরিচিত এই বিহারের নির্বাচনে জয়লাভের আশা করছিলেন। ধারণা করছিলেন, এই রাজ্যে জয়লাভের মধ্য দিয়ে ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় বিজেপির শক্তি বৃদ্ধি পাবে।-বিবিসি
(1)