

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
বন্ধুর গুরুত্ব আর টাকার গুরুত্বে টানাটানি বাধলেও আপনি অসৎ হতে পারবেন না কখনোই। কাছের কোনো আত্মীয় আপনার কাছে টাকা ধার চেয়ে বসতে পারে। দিনের প্রথমভাগে বিনিয়োগ শুভ। দূরযাত্রায় মঙ্গল নিহীত। কালকের জন্য আজ কিছু আনন্দ জমা করে রাখারও দিন বটে। প্রেমে হাবুডুবু খাবেন নাকি মুচকি হেসে রোমান্সিত হবেন সেটা নিতান্তই আপনার ইচ্ছা।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল


বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আজ অফিসের পথে ঠিক সময়ে রওনা দিলেও অযথা দেরি হতে চাইবে। তার চেয়ে ভালো হেঁটে পাড়ি দিন পথটুকু। কাজে হাত দিলেও আজ মন থাকবে উড়ুউড়ু। ভালোর দিকে টান থাকায় মন্দ কাজ করে বসতে পারেন। এককথায় আপনি থাকবেন কিছুটা নিয়ন্ত্রণহীন। যা হওয়ার হবে গ্রহানুর আশীর্বাদে। তাই হাল ধরে থাকুন, খারাপ হবে না। প্রেম আজ ফঁসকে যেতে পারে, তাই মনোযোগ দিন উজাড় করে। অর্থযোগ বিয়োগের তুলনায় কিঞ্চিৎ বেশি।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না


মিথুন (২২ মে – ২১ জুন)
অপেক্ষার প্রহর জ্বালাবে, তবে আপন মানুষের মুখ দেখার আশায় তা ফুল ফোটাবে। কাজের সফলতা আজ আপনাকে চমক দেবে খুশি করার মতো। প্রিয় মানুষের কাছ থেকে পেয়ে যেতে পারেন পছন্দের ফুলের গুচ্ছ। আজ অকারণেই হাসতে হতে পারে বন্ধুর কথায়। বেকারদের কারো ভাগ্যে প্রেম জুটে যাবে, যা চাকরির চেয়েও বেশি নিয়ম মেনে চলে। তাই সাবধান থাকুন ভাই মিথুন। কোন পথে পা দেবেন তা নিতান্তই আপনার ইচ্ছা।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ


কর্কট (২২ জুন – ২২ জুলাই)
শেষ হইয়াও হইলো না শেষ, এমন চিন্তায় পেয়ে বসবে। ভালো কিছু করতে গিয়ে কালক্ষেপন হবে অনেক বেশি। কারো জন্য অপেক্ষা করতে হলেও মন চাইবে না একদমই। ভালো লাগার রং আজ বদলাতে পারে। প্রিয় মানুষের আচরণগত কিছু ত্রুটি বিষিয়ে তুলতে পারে। মনকে আজ ধৈর্য্যের পরীক্ষাও দিতে হতে পারে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা


সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ আপনার সব প্রয়োজন পূরণের উত্তম দিন। গ্রহের কল্যাণে ফিরে পাবেন হারিয়ে যাওয়া মূল্যবান দ্রব্য। প্রেমের বাত্তি জ্বলবে নিভু নিভু হয়ে, ঘি ঢালুন প্রয়োজন মতো। শেয়ার হোল্ডারদের জন্য আজ লাভের দিন। প্রতিবেশির কারো কথায় ভীষণ চটে যেতে পারেন। ছোটবেলার কোনো বন্ধুকে আজ আবিষ্কার করবেন মনের মানুষ হিসেবে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল


কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আবেগী হয়ে আহত হৃদয় পূনর্বাসন দাবি করতে পারে। উতালা হতে পারে কারো উষ্ণ বাণী শোনার আশায়। হাতের টাকার অবস্থা করুন থাকলেও কোনো পরোয়া নেই আপনার। ইদানিং মুরুব্বী শ্রেণির গালি শুনছেন, তবে বিব্রত হওয়ার অভ্যাস হারিয়ে গেছে। আপনি শুধু নিজের চিন্তায়ই আছেন মগ্ন।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না


তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ আপনার ব্যক্তিত্ব নিয়ে নিজেই একটি দৃঢ় মতবাদ তৈরি করতে পারেন। পারিবারিক কোনো অনুষ্ঠানে আত্মীয়দের কাছে নতুনভাবে উপস্থাপিত হতে পারেন। শিক্ষার্থীদের কেউ ভালো ফলাফলে উচ্ছ্বসিত থাকবেন। ভিন্ন রাশির ভিন্ন লিঙ্গের কারো সঙ্গে দুর্দান্ত বন্ধুত্ব হয়ে যেতে পারে। প্রেমের সম্পর্ক হলে রক্তের গ্রুপ জেনে নেয়া উত্তম।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না


বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত তারা কাজের স্বীকৃতি পাবেন। অর্থকড়ির দৈন্যদশা কাটতে সময় লাগবে দুয়েকদিন। পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে উজ্জ্বল। এই রাশির জাতকের কারো বিয়ের কথাবার্তায় বাড়ির আঙিনা গরম থাকবে। নতুন কারো সঙ্গে পরিচয়ে মন ভালো হবে ভীষণভাবে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি


ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ নিজের বুদ্ধিমতা দেখে নিজেই অবাক হয়ে যাবেন। বন্ধুদের প্রশ্নবানে বিদ্ধ না হয়ে উল্টো ছুড়ে দিতে পারেন তীরের তীক্ষ্ণতা নিয়ে। আজ অর্থযোগ উত্তম। বাড়ির কোনো ব্যাপারে দিনের মধ্যভাগে সামান্য উদ্বিগ্নতা বেড়ে যাবে। ব্ন্ধুদের কেউ সময় দিতে পারে অফুরান।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ


মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজ কিছু অর্থযোগের খবর শুনবেন। মন ভালো থাকবে সকাল থেকেই। আপনার মন আজ রকেটের চেয়ে তীব্র গতিতে ছুটবে যেখানে সেখানে। প্রিয় মানুষের সঙ্গে দারুন একটি সন্ধ্যা কাটানোর সুযোগ এসে যেতে পারে। বেকারদের কেউ দেশের বাইরে ঘুরে আসার বা কাজের সন্ধান পেতে পারেন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল


কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজ কোনো গোপন তথ্যের আবিষ্কার হয়ে যাবেন। দিনের প্রথম ভাগে কাজের গতি না থাকলেও দিনশেষে বেড়ে যাবে কেয়কগুণ। আজ ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য উত্তম দিন। নিজের হাতে বন্ধুকে রান্না করে খাওয়ানোর মজাটা বেড়ে যাবে প্রশংসা পেয়ে। অর্থযোগ নিতান্তই দুর্বল থাকবে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা


মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বেশি বন্ধু জুটে যাওয়া আপনার দোষ নয়। গুণের কারণে জোটানো বন্ধুরাও একসময় বিড়ম্বনার কারণ হতে পারে। আর্থিক লেনদেন শুভাতি শুভ। প্রেমে হট্টোগোল বাধাতে পারে কাছের বন্ধুটি। পরিবারের কারো দেয়া কাজের চাপ আপনাকে ভোগাতে পারে। ছোটবেলার গৃহশিক্ষকের সঙ্গে দেখা হয়ে প্রশান্তি মিলবে মনে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
(12)