

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দাবি বুধবার রাত ১টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
মতিনের স্ত্রী দিলরুবা গত ২১ অক্টোবর রাতে তার স্বামীকে ডিবি পুলিশের পরিচয়ে বাসার সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন। অভিযোগে তিনি বলেছিলেন, মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে বাসায় ফিরছিলেন এমএ মতিন। বাড্ডা লিংক রোডের নিজ বাসার সামনে পৌঁছানো মাত্রই সেখানে আগে থেকে ওত পেতে থাকা সাদা পোশাকের কয়েকজন যুবক তার গতিরোধ করেন। এরপর কোন কিছু বুঝে উঠার আগেই তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়া হয়। তবে, ডিবি পুলিশের পক্ষ থেকে তাদের এ অভিযোগ অস্বীকার করা হয়েছিল।
এরআগে সিজার হত্যার ঘটনায় আরো ৪ জনকে আটক করে ডিবি পুলিশ। এদের মধ্যে ভাগ্নে রাসেলকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মতিনকে আটক করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান জানান, আগে থেকে সংবাদ পেয়ে ঢাকার ডিবি পুলিশের একটি দল বেনাপোলে অবস্থান করছিল। রাত ১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মতিনকে আটক করে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।
(2)