ভারতের পেট্রাপোল বন্দর সি অ্যান্ড এফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী জানান, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত শারদীয় দুর্গোৎসবের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। পরদিন রোববার সাপ্তাহিক ছুটি। ওই সময় বন্দর, শুল্ক বিভাগ, ক্লিয়ারিং এজেন্ট ও ট্রান্সপোর্ট কর্মকর্তা কর্মচারীরা ছুটিতে থাকবেন। তাই আমদানি-রফতানিসহ সব সীমান্তবাণিজ্য বন্ধ থাকবে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, সোমবার বিকেল থেকে ওপারে বন্দর ও শুল্কভবনের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। আগামী সোমবার সকাল থেকে পুরোদমে আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
আজ বুধবার আমদানি-রফতানি বন্ধ থাকলেও পণ্য খালাসসহ শুল্কবিভাগ ও বন্দরের সব কাজকর্ম চালু থাকবে বলে জানান বন্দর পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন।-রাইজিংবিডি
(0)