ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যায় জড়িত সন্দেহে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেফতার বাকি তিনজনের ৮দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, খুনিদের লক্ষ্য ছিল, একজন
২৮ সেপ্টেম্বর সন্ধ্যায়, রাজধানীর গুলশানে গুলি করে হত্যা করা হয় ইতালিয়ান নাগরিক তাবেলা সিজারকে। একদিনে এনিয়ে কম ঘোলা হয়নি রাজনীতি আর কূটনীতিক পড়ার জল।
অবশেষ এই হত্যার সাথে সরাসরি জড়িতদের গ্রেফতারের দাবি ঢাকা মহানগর পুলিশের।
তারা হলেন, রাসেল ওরফে চাকতি রাসেল, রুবেল ওরফে শুটার রুবেল, মিনহাজুল আবেদিন রাসেল ওরফে কালা রাসেল আর সাখাওয়াত হোসেন শরিফ। এছাড়া হত্যার সময় ব্যবহৃত মটরসাইকেলওটি জব্ধ করেছে পুলিশ। রোববার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা টাকার বিনিময়, কথিত এক বড়ভাইয়ের নির্দেশের খুন করে তাবেলা সিজারকে। তবে কথিত সেই বড় ভাই সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি ডিএমপি কমিশনার। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এই ঘটনার সাথে কোন জঙ্গী কিংবা আইএস এর কোন সংশ্লিষ্টতা নেই বলে সাফ জানিয়ে ডিএমপি কমিশনার।
(3)