উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিব সেনা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে। একইসঙ্গে অভিন্ন বেসামরিক আইন আরোপের দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার মুম্বাইয়ের শিবাজি পার্কে এক সমাবেশে দলীয় প্রধান উদ্ধভ থ্যাকারে এ দাবি জানান।
সম্প্রতি বেশ কিছু ইস্যুতে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে জোটের সঙ্গী শিব সেনার সম্পর্কে টানপোড়েন দেখা দিয়েছে। উদ্ধভ থ্যাকারের এ মন্তব্য বিজেপির সঙ্গে দলের সম্পর্ক আরো অবনতি হতে পারে ধারণা করা হচ্ছে।
হিন্দুত্ববাদের বিষয়ে বিজেপির সমালোচনা করে থ্যাকারে বলেন, শিব সেনাই দেশে হিন্দুদের একমাত্র ত্রানকর্তা। তবে তিনি পরিষ্কারভাবেই জানিয়েছেন, শিগগিরিই বিজেপির সঙ্গে শিব সেনার সম্পর্কচ্ছেদের কোনো সম্ভাবনা নেই।
৪৫ মিনিটের ভাষণে থ্যকারে পাকিস্তান, মুসলমান ও রক্ষণশীলদেরও সমালোচনা করেন। তিনি রাম মন্দির ইস্যুতে বিজেপির অবস্থানেরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘রাম মন্দির আগের জায়গাতেই নির্মাণ করব। তবে কবে কাজ শুরু করা হবে তা এখন বলব না।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
(3)