ভারতে ট্রেন থেকে পড়ে গিয়ে পাইকগাছার এক পোনা ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। মৃত ভবেন্দ্রনাথ মন্ডল (৫২) উপজেলার খড়িয়া ঢেমশাখালী গ্রামের মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। ভবেন্দ্র পৌর সদরের মেসার্স মন্ডল ফিস-এর স্বত্বাধিকারী ও পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর একজন অন্যতম সদস্য ছিলেন। শুক্রবার সকালে তিনি ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ভবেন্দ্রনাথ মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সংগঠণের সভাপতি মোঃ সাজ্জাত আলী সরদার, উপদেষ্টা এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সহ-সভাপতি বাবুরাম মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, নির্বাহী সদস্য আব্দুল আজিজ, আসলাম পারভেজ, তোবারক হোসেন ভুট্টু, আয়ুব আলী, জিয়াউর রহমান ও নাজমুল ইসলাম ফিরোজ।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(11)