ভারতের উত্তরখণ্ডে বজ্রপাত, ভারি বর্ষণ এবং ভূমিধসে এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে প্রায় ২৫ জন।
কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে হঠাৎ প্রবল বর্ষণ শুরু হয়। বৃষ্টিতে উত্তরখণ্ডের কমপক্ষে ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে আটকা পড়ে আছেন কয়েক’শ মানুষ। বৃষ্টির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পিথোরাগড় ও চামোলি জেলা। এ দুই জেলায় বন্যা ও ভূমিধসে তিন শিশুসহ অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন।
এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বেশ কয়েকজন। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার অভিযানে নেমেছে জরুরি উদ্ধারকারী ও সেনাবাহিনী।
এছাড়া বন্যা দুর্গত এলাকায় সতর্কতা জারি করার পাশাপাশি মৃত ব্যক্তিদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।
(4)