

সোমবারের ঐ ঘটনার পরেও বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন সুধীন্দ্র। ভারতে বইটির প্রকাশের বিষয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছিলো শিবসেনারা। এ নিয়ে নেহরু সেন্টারের পরিচালক বরাবর চিঠিও দেয় তারা। এদিকে, লেখকের দাবি, বইটিতে দু’দেশেরই হত্যার ইতিহাস রয়েছে। গত সপ্তাহে শিবসেনার হুমকির মুখে পাকিস্তানী গায়ক গুলাম আলির অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকেরা।
(0)