দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে লঘু চাপের কারণে সারাদিন বৃষ্টি হওয়ায় ভেজা মাঠের জন্য পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ রেফারি।
কলকাতার ইডেন গার্ডেনের মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি।
প্রথম ২ ম্যাচের হারের পর সিরিজ হেরে গেলেও এ ম্যাচে ভারতীয় দলে কয়েকটি ব্যক্তিগত অর্জনের হাতছানি দিচ্ছিল। দলের সেরা তারকা বিরাট কোহলি এ ম্যাচে অর্ধশতক করতে পারলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে ১০টি টি-টোয়েন্টি অর্ধশতক করার গৌরব অর্জন করত। অন্যদিকে আর মাত্র ১৭ রান করলে ক্যারিয়ারের ১০০০ রানের মাইলফলক ছুঁতেন সুরেশ রায়না। পাশাপাশি মাত্র একটি উইকেট পেলে ভারতীয় দলের হয়ে প্রথম বোলার হিসেবে ৩০টি টি-টোয়েন্টি উইকেট পেতেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারতীয় দলের পাশাপাশি প্রোটিয়া দলেও ছিল কয়েকটি রেকর্ডের হাতছানি। এ ম্যাচটির মাধ্যমে দলটি ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিত। এছাড়া আর মাত্র একটি জয় পেলে ফাফ ডু প্লেসিসরা ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ জিতত।
সবকিছু ছাপিয়ে যখন রেকর্ডপূর্ণ দিনের ম্যাচে একটি বলও না গড়ায় হতাশ হয়েছে পুরো বিশ্ব ক্রিকেট। সিরিজের এই শেষ টি-টোয়েন্টি না হওয়ায় ২-০ তে সিরিজ জিতে নিলো প্রোটিয়ারা।-ব্রেকিংনিউজ
(1)