ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ এবং কর্নাটক দলের বিপক্ষে একটি তিনদিনের ম্যাচ খেলতে ভারতে গেছে বাংলাদেশ ‘এ’ দল। ১৫ সদস্যের এই দলে কেবল সাকলাইন সজীবের নেই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা। অন্যদিকে ভারত ‘এ’ দলে রয়েছেন বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার। তাই অস্ট্রেলিয়া সিরিজের আগে এই প্রস্তুতির দারুণ সুযোগ বলে মনে করছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান।
ওয়ানডেতে শুধু ঘরের মাঠে নয়, বিশ্বকাপেও নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। তবে, ভারতের মাটিতে ওয়ানডে সিরিজটাও একটা চ্যালেঞ্জ হবে মুমিনুল-নাসিরদের জন্য।
ভারত ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুরু হবে ১৬ সেপ্টেম্বর এবং তিনদিনের ম্যাচ দুটো শুরু হবে ২২ ও ২৭ সেপ্টেম্বর
(0)