সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন করেছে জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান। তার আশা ছিল এই দেশেকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং দেশের মানুষকে শান্তিতে রাখা। তিনি দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তিনি ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। তাই আমি আমার জীবনের সবকিছু চাওয়া পাওয়ার উর্ধ্বে উঠে বাংলার মানুষকে আমার পিতা যেভাবে ভালবেসে ছিলেন সেই ভাবে বাংলার মানুষকে ভালবেসে গড়তে চাই একটি উন্নত দেশ।
বাংলার মানুষের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলার মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি রাজি আছি। বাংলার জাতি বিশ্ব দরবারে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেটিই আওয়ামী লীগের লক্ষ্য। আওয়ামী লীগের একটিই লক্ষ্য যে চেতনা, আদর্শ নিয়ে বাংলাদেশে স্বাধীন হয়েছে, দেশের লাখ মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই লাখ মুক্তিযুদ্ধের চেতনায় আমি বাংলাদেশকে গড়ে তুলব। এদেশের মেহনতি মানুষ যাতে উন্নত জীবন পায় সেটি আওয়ামী লীগের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের লক্ষ্য ছিল দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করা। তাই আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলে দেশের মানুষকে প্রযুক্তি সেবা দৌড় গোড়ায় পৌছে দিয়েছি।
পরিবেশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ূ পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটতে পারে। কিন্তু জলবাযূ পরিবর্তনে পরিবেশ যাতে বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় সেজন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। সুতরাং পরিবেশ রক্ষায় যা প্রয়োজন আওয়ামী লীগ সরকার তাই করে যাবে। প্রয়োজন হলে নিজস্ব অর্থায়নে করব।
(2)