সভায় খুলনার উপ-শহর এলাকার ভূগর্ভস্থ পানির একীভূত ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সিটি মেয়র ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানি সুষম ব্যবহারের মাধ্যমে পানি সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করেন এবং বর্ষা মৌসূমে খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য গবেষকদের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, প্রকল্পের প্রধান তদন্তকারী প্রফেসর ড. উইল থিসেন, জেজেএস-এর নির্বাহী পরিচালক এটিএম জাকির, প্রকল্পের বৈজ্ঞানিক সমন্বয়কারী ড. লিয়ন হেরমান্স, আঞ্চলিক সমন্বয়কারী ড. পৌলমি ব্যানার্জি, রেমি ক্যাম্পার্স-এর নির্বাহী পরিচালক বোথ এন্ডস, দি রিচার্সার-এর নির্বাহী পরিচালক পার্থ সারথি ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।
(0)