চলতি বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করেন অর্থমন্ত্রী। জুলাই থেকেই আদায় হচ্ছিলো এই ভ্যাট। কিন্তু হঠাৎ করেই বুধবার থেকে ভ্যাট-বিরোধী বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিক্ষোভ তীব্র হলে, অর্থমন্ত্রী জানান, আরোপিত ভ্যাট শিক্ষার্থী নয়, দেবে বিশ্ববিদ্যালয়। এর একদিন পরই, অর্থমন্ত্রী বলেন ভিন্নকথা। জানান, আগামী বছর থেকে ভ্যাট দিতে হবে শিক্ষার্থীদেরই। শনিবার সে মন্তব্য থেকে সরে এসে অর্থমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয়। এজন্য শিক্ষার্থীদের কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না। ভ্যাট আইনের ব্যাখায় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা জানালেন, ভোক্তা হিসেবে ভ্যাট পরিশোধ করতে হবে শিক্ষার্থীকেই। ভ্যাট আদায় নিয়ে অর্থমন্ত্রীর এসব মন্তব্যে ভাট আদায়কারী কর্তৃপক্ষের পাশাপাশি বিভ্রান্তিতে পড়েছে অভিভাবকরাও।
(0)