“মর্যাদা ও স্থায়িত্বের সাথে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির আর্থ সামাজিক ক্ষমতায়ন কার্যক্রম” এর আওতায় কোডেক মোংলা অফিস ব্রীজ স্কুলের শিক্ষকদের নিয়ে ২দিন ব্যাপি বিষয় ভিত্তিক (গণিত ও ইংরেজি) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনের আয়োজন করে। উক্ত প্রশিক্ষনের প্রথম দিনে উপজেলা সমন্বয়কারী মোঃ শরীফ আহম্মেদ এর শুভেচ্ছা ও উদ্ধোধনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষনের কার্যক্রম শুরু হয়। প্রথমদিন মোঃ লিয়াকত হোসেন গণিতের উপর প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষনে তিনি ঝরে পড়া শিশুদের কে নিয়ে জোড়ায় জোড়ায়, উপকরন দিয়ে শৃজনশীল কাজের প্রতি মনোযোগ সৃষ্টির কৌশল গুলো বর্ননা করেন। অংকের যোগ, বিয়োগ, গুন, ভাগের সহজ ও মনে রাখার সহজ উপায় গুলো শিখিয়ে দেন। এছাড়া অনেক দিকনির্দেশনা মূলক আলোচনা করে প্রথম দিন শেষ করেন।
দ্বিতীয় দিন আরিফ বিল্লাহ ইংরেজির উপর প্রশিক্ষন প্রদান করেন। তিনি তার প্রশিক্ষনে ইংরেজির কঠিন বিষয় গুলো সহজভাবে উপস্থাপনের জন্য সৃষ্ট পদক্ষেপ গুলো বর্ননা করেন। সবশেষে উপজেলা সমন্বকারী মো: শরীফ আহম্মেদ সমাপনী বক্তব্যের মাধ্যমে দুইদিন ব্যাপি প্রশিক্ষনের কার্যক্রম শেষ হয়।