শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসীর আয়োজনে ‘নোয়াখালী উৎসব’ অনুষ্ঠানে এসে বিএনপি নেতা মওদুদ আহমদকে না দেখতে পেয়ে তিনি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এ কথা বলেন।
তিনি বলেন, ‘মওদুদ ভাই আইলে আঁই খুশি হইতাম। আইলো না হেই মিয়া।’
নোয়াখালীর সাবেক সাংসদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদেরও এ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার কথা ছিল।
সেতুমন্ত্রী বলেন, ‘মওদুদ ভাই হয়তো ঠিকই অনুষ্ঠানে আসতে চেয়েছিলেন। কিন্তু দল চায়নি বলে শেষ পর্যন্ত আর আসেননি।’
ইয়ানো মেজবান আছে। গরুর মাংস, বুটের ডাল, ইচা মাছ দি কদু। ব্যগুনে খাইয়েন। তয় বেশি খাই হ্যাড খারাপ কইরেন না বলে উপস্থিত মেহমানদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন।
(3)