পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা মিনা হাসপাতালে আছেন। তবে হাসপাতালে কাউকে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। হজ পালনের জন্য মিনায় এক লাখেরও বেশি বাংলাদেশি অবস্থান করছেন। বাংলাদেশিদের খবর জানাতে, দুটি হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। এর আগে, ২০০৬ সালে পদদলিত হয়ে সাড়ে তিনশো মানুষের মৃত্যু হয়। মাত্র দশ দিন আগেই মক্কার হারাম শরিফে ক্রেইন ভেঙে পড়ে মারা যায় শতাধিক মানুষ।
(0)