

মঙ্গলবার মূল দল ঘোষণা না হলেও ক্যাম্পের জন্য প্রাথমিক দল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার মিরপুর স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
কেননা জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের দেশে ফেরার কথা রয়েছে আগামী ২৮ অক্টোবর। তার ফেরার পরই দল ঘোষণার সম্ভাবনা রয়েছে। যদিও জানা গেছে কোচের সঙ্গে দল নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে নির্বাচকদের।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা আগামী মঙ্গলবার প্রাথমিক একটি দল দিয়ে দেব। এই দলটিই আগামী বৃহস্পতিবার অনুশীলন শুরু করবে। এরপর কোচ আশার পর সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। এই দলে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সফররত ক্রিকেটারদের মধ্য থেকে ৩-৪ ক্রিকেটারকে দলভুক্ত করা হবে।’
এদিকে পেস আক্রমণ নিয়ে চিন্তিত মিনহাজুল আবেদিন নান্নু। তবে তিনি মাশরাফির ব্যাপারে আত্মবিশ্বাসী। ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠেছেন ওয়ানডে ও টোয়েন্টি২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফিটনেস নিয়ে নির্বাচকদের মনে শঙ্কা থাকলেও তাকে দলে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন বলেও জানান নান্নু। তিনি আরও যোগ করেছেন, ‘জাতীয় দলের বাইরে যে সব পেসাররা ঘরোয়া লিগে খেলছেন তাদের পারফরম্যান্স খুব বেশি ভাল নয়। তাই তাদের দিয়ে খেলানোও সম্ভব নয়।’ তবে, তিনি বিকল্প খুঁজছেন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় সফররত বাংলাদেশ ‘এ’ দল থেকে।’
এ ছাড়া তাসকিন কিছুদিনের মধ্যে ফিটনেস টেস্টে অংশ নেবে। তারপরই বোঝা যাবে সে কতটুকু ফিট। ওই রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্ভর করছে তাসকিনের জিম্বাবুয়ে সিরিজে খেলা। রবিবার এমনটাই জানিয়েছেন এই নির্বাচক।
জিম্বাবুয়ে সিরিজে নতুন ব্যাটসম্যানদের দেখা যেতে পারে বলেও জানান মিনহাজুল আবেদিন নান্নু।
(0)