

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
শেয়ার ব্যবসায় কিছু বিনিয়োগ করতে পারেন। আজ আপনার কর্মস্থলে প্রবল প্রতিযোগিতার সম্মূখীন হতে হবে। মূল্যবান দ্রব্য সামগ্রি সাবধানে রাখুন । কোন ঝামেলায় নিজেকে জড়াবেন না। আজ সহকর্মীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় এড়িয়ে চল্লেই বুদ্ধিমানের মত কাজ করবেন। আজ আপনার রাগ জেদ ও অভিমানের উপর পূর্ণ নিয়ন্ত্রন প্রয়োজন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল


বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
সন্তানের কোনো পড়াশোনা সংক্রান্ত কারনে আপনাদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। আপনার সৃজনশীল কাজ কর্মের আজ মূল্যায়ন হবে। প্রেম রোমান্স শুভ সম্ভাবনাময়। আজ প্রিয়জনের সাথে দেখা হবার যোগ প্রবল। তবে কোনো প্রকার ঝুঁকি নিতে যাবেন না। অনাকাঙ্খীত পরিস্থিতি এড়িয়ে চলুন। আজ লং ড্রাইভে না গেলে , ও বেপরোয়া ভাবে গাড়ী না চালালেই ভালো করবেন।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না


মিথুন (২২ মে – ২১ জুন)
আপনার ভূমিক্রয়ের স্বপ্ন পূরণ হবার সুযোগ আসবে। যুবকদের মটরসাইকেল ক্রয় শুভ। আজ বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজের সমাধান করতে পারবেন। আজ মা এর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। মায়ের কোমড় ব্যাথা বাড়তে পারে। পরিবারে কিছুটা উত্তেজনা বিরাজ করার কথা। কোনো আত্মীয়র উপস্থিতি আপনাকে অস্বস্থিতে ফেলে দেবে। রাগ ও জেদ নিয়ন্ত্রনে রাখুন।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ


কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আপনার কোন ছোট ভাই বোনের আজ বৈদেশীক প্রতিষ্ঠানে বা এয়ারলাইনসে চাকরী হবার যোগ রয়েছে। আজ বৈদেশিক বানিজ্যের সাথে জড়িতদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে। জাতিকাদের স্বর্ণালঙ্কার লাভের যোগ রয়েছে। বস্ত্রব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। সাংবাদিক ও সংবাদ কর্মীদের কোনো ভালো অফার লাভের সম্ভাবনা রয়েছে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা


সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ বকেয়া টাকা আদায়ের জন্য তাগাদা দিন। আর্থিক সংকটের অবসান হবার সুযোগ আসবে। আপনি যদি খুচরা ব্যবসায়ী বা পাইকারী ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আজ লেনদেনে সতর্ক থাকবেন। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা কিছু লাভের মুখ দেখতে পাবেন। আজ প্রিয়জনদের সাথে রেস্টুরেন্টে খাবার যোগ রয়েছে। কোমল পানিয়র ব্যবসায় লাভ হবে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল


কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শত্র“রা আপনার প্রভাব দেখে ঘাবড়ে যাবে। অফিশ বা ব্যবসা সংক্রান্ত কোনো কাজে আপনার বিদেশ যাত্রা হতে পারে। অনৈতিক সম্পর্ক ও অহেতুক চিল্লা পাল্লা না করাই ভালো। ট্রাভেল এজেন্সি ও ট্যুরিজম ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না


তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আপনার বিদেশ যাবার সুযোগ বৃদ্ধি পাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভালো লাভের সম্ভাবনা দেখা যায়। ব্যয় বৃদ্ধির কারনে কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠবেন। চলাফেরায় সাবধানে থাকবেন, পায়ে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। হোটেল ব্যবসায় ভালো বুকিং হতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো লাভের আশা করতে পারেন।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না


বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কাজ কর্মে বাধা বিপত্তি দেখা দেবে। বিদেশ থেকে কিছু টাকা পেয়ে যাবেন। কোনো বন্ধু বা বড় ভাই-বোনের সাহায্যে পাওনা টাকা আদায় করার যোগ রয়েছে। আজ চাকরীজীবীদের বকেয়া বেতন বোনাস আদায়ের যোগ প্রবল। ব্যবসায়ীরা আজ বকেয়া টাকা আদায় করতে পারবেন। দৈনন্দিন কাজে ভালো লাভ হবে। তবে ভ্রাতৃবিরোধ এড়িয়ে চলুন।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি


ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরতদের বহু লাভ হতে পারে। ট্রেনিং সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রার যোগ প্রবল। সরকারী চাকরীজীবীরা পদস্ত কর্মকর্তার বিরাগ ভাজন হতে পারেন। কারো স¤পর্কে কোনো মন্তব্য করার পূর্বে সতর্ক হয়ে নিন। রাজনৈতিক নেতা কর্মীরা প্রবল প্রতিবন্ধকতার সম্মূখীন হবেন। আপনার সম্মান হানির ষঢ়যন্ত্র চলতে থাকবে।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ


মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আপনি বৈদেশিক কর্ম কান্ডে প্রতারিত হতে চলেছেন। আপনি যদি বিদেশ যাবার জন্য কোথাও টাকা দেবার জন্য মনস্থির করেন ,তাহলে পরে দিন। প্রবাসীদের দেশে আগমনের সম্ভাবনা রয়েছে। অনেকে আবার স্ত্রী সন্তান সহ বিদেশে বেড়াতে যেতে পারেন। কোনো বিধর্মীর দ্বারা উপকৃত হবার সম্ভাবনা দেখা যায়।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল


কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কাজ কর্মে প্রচন্ড অনিহা দেখা দেবে। কোনো কাজ আরম্ভ করলে শেষ করতে পারবেন না। আজ কারো মৃত্যুতে আপনি শোকাহত হতে পারেন। ব্যাংকে কর্মরতদের দিনটি লাভ দায়ক ও সাফল্যের। আপনার আবেদিত ব্যাংক ঋণ পাশের যোগ প্রবল। রাস্তা ঘাটে সতর্কতার সাথে চলাফোরা করুন,দূর্ঘটনা এড়িয়ে চলুন।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা


মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনার ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। তাবে গুরুত্ব পূর্ণ কোনো চুক্তি করতে হলে তা এ সপ্তাহে না করাই ভাল। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির যোগ দেখা যায়। স্বামী-স্ত্রীর মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান আশা করা যায়। আজ আপনার প্রবাসে গমনের সুযোগ চলে আসবে। ভিসা সংক্রান্ত ইন্টারভিউ এ সাফল্য পেতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
(0)