তারা নাটকে অসম্প্রদায়িক চেতনা ও দেশাত্ববোধকে জাগিয়ে তুলিয়েছে। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সরকারী আজমখান কমার্স কলেজের প্রক্তন অধ্যক্ষ অসিত বরণ ঘোষ, বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান খান ও যশোর শিক্ষাবোর্ডের সচিত ড. মোল্যা আমির হোসেন।
আলোচনায় অংশ নেন যশোর সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক নিমাই মন্ডল, যশোর সাহিত্য পরিষদের সভাপতি হারুন-অর-রশীদ, এ্যাড. আবু বক্কর সিদ্দিকী, বাঘারপাড়া কলেজের সহকারী অধ্যাপক সুকুমার দাস, কেশবপুর প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, গলাবাড়িয়া আমজাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনন্ত সরকার ও কেশবপুর পোয়েট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি মকবুল মাহফুজ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যশোর সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব ও মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক রাহুল রায়। আলোচনানুষ্ঠান শেষে মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
-এস আর সাঈদ, কেশবপুর, যশোর
(20)