যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নং ইউনিয়নের মনোহরপুর ঋষিপাড়ায় আজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় অভিভাবকদের সাথে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষা থেকে ঝরে পড়া রোধে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে মনোহরপুর কাছারী বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির সদস্য দুলালী দাস।
বৈঠকে প্রধান শিক্ষক গোলাম সরোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ রবিউল ইসলাম, এনজিও কর্মী অমর রায়, শিক্ষক কবরী বিশ্বাস, নাহিদ সুলতানা, মিতা বিশ্বাস ও আরজিনা খাতুন। বৈঠকে উপস্থিত অভিভাবকরা ছেলে মেয়েদের সমস্যার কথা তুলে ধরেন এবং উপস্থিত শিক্ষক ও কমিটির সদস্যরা তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
অভিভাবকদের আশ্বস্থ করে শিক্ষকরা বলেন, শিক্ষার্থী হিসেবে সকল সুযোগ সুবিধা বিদ্যালয়ের পক্ষ থেকে নিশ্চত করা হবে। শিক্ষকরা আরো বলেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন বাকী দায়িত্ব আমরা শিক্ষকরা পালন করবো। এছাড়া অভিভাবকদেরও মাঝে মধ্যে বিদ্যালয়ে যেতে হবে নিজেদের ছেলে-মেয়েদের খবরাখবর নিতে।
দুইপক্ষের মধ্যে ভাল বুঝাবুঝির মাধ্যমে শিক্ষাথীদের ঝরেপড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। উঠান বৈঠকে ঋষিপাড়ার প্রায় ২৫ জন অভিভাবক অংশগ্রহন করেন।
(20)