রবিবার বিকাল ৪ টায় ইউএস এআইডি’র অর্থায়নে প্রটেক্টিং হিউম্যান রাইটস্ প্রোগ্রামের আওতায় সামাজিক সুরক্ষা দলের উদ্যোগে হরিদাসকাটি ইউনিয়নের শ্রীপুর গ্রামের আমির হামজার বাড়িতে দম্পতি দলের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সামাজিক সুরক্ষা দলের সদস্য ও মহিলা মেম্বর রহিমা বেগম, পরিত্রাণের প্রজেক্ট অফিসার মোঃ রবিউল ইসলাম। উঠান বৈঠক পরিচালনা করেন পরিত্রাণ এর সমাজকর্মী সুষমা রানী দাস। বৈঠকে ৩০ জন নারী পুরুষ অংশগ্রহণ করে।
-মোঃ রবিউল ইসলাম, মনিরামপুর, যশোর
(9)