যশোর মনিরামপুরে ইয়্যূথ গ্রুপের সাথে পাঠচক্র ও মাসিক সভা বুধবার সকাল সাড়ে ১০টায় মনিরামপুর ডিগ্রি কলেজের হলরুমে ইউএসএআইডি’র অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও পরিত্রাণ এর সহযোগিতায় প্রটেক্টিং হিউম্যান রাইটস্ (পিএইচআর) প্রোগ্রামের আওতায় মনিরামপুর ডিগ্রি কলেজ ইয়্যূথ গ্রুপের সাথে পাঠচক্র ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়্যূথ গ্রুপের উপদেষ্টা মনিরামপুর কলেজের প্রভাষক আব্দুল আলীম। পাঠচক্রে মাদকের প্রভাব, ফলাফল ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন মনিরামপুর ডিগ্রি কলেজের প্রভাষক পাপিয়া পোদ্দার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রিজিওন্যাল প্রজেক্ট ম্যানেজার মোঃ শাহরিয়ার মান্নান ও পরিত্রাণ এর প্রজেক্ট অফিসার মোঃ রবিউল ইসলাম। সভায় ইয়্যূথ গ্রুপের ২২ জন সদস্য উপস্থিত ছিল।
//মোঃ রবিউল ইসলাম মনিরামপুর, যশোর
(2)