শনিবার সকাল সাড়ে দশটায় ‘‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলা সমবায় অধিদপ্তর ও সমবায়ীবৃন্দদের উদ্যোগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন লাভলু। জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা ও সম্মেলন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর উপজেলার বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রশাসনের সামনে থেকে সাতক্ষীরা যশোর সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে দিয়ে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। এরপর উপজেলা হলরুমে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
-মোঃ রবিউল ইসলাম, মনিরামপুর, যশোর
(3)