রবিবার বেলা সাড়ে তিনটায় ইউএস এআইডি’র অর্থায়নে প্রটেক্টিং হিউম্যান রাইটস্ প্রোগ্রামের আওতায় সামাজিক সুরক্ষা দলের উদ্যোগে ভোজগাতি ইউনিয়নের চালকিডাঙ্গা বাজারে পুরুষ দলের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সামাজিক সুরক্ষা দলের সদস্য ও ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, পরিত্রাণের প্রজেক্ট অফিসার মোঃ রবিউল ইসলাম। উঠান বৈঠক পরিচালনা করেন পরিত্রাণ এর সমাজকর্মী আসমা খাতুন। বৈঠকে ৩০ জন পুরুষ অংশগ্রহণ করে।
-মোঃ রবিউল ইসলাম, মনিরামপুর, যশোর
(4)