দোয়া মাহফিল পরিচালনা করেন কেসিসি মসজিদের ইমাম মাওলানা মোঃ হাবিবুল্লাহ।
দোয়া মাহফিলে ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ বলেন, খুলনার সার্বিক উন্নয়নে শেখ তৈয়েবুর রহমানের অবদানের জন্য কেসিসি’র পক্ষ থেকে তাঁর প্রতি সর্বোচ্চ মর্যাদা প্রদর্শন করা হচ্ছে।
এখন থেকে নগরীর প্রয়াত সকল বিশিষ্ট নাগরিককে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনি প্রয়াত এ মেয়রের দীর্ঘ ১৭ বছরের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
মাহফিলে প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আযম, মোঃ মাহবুব কায়সার, মোঃ আলী আকবর টিপু, মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, মোঃ কবির হোসেন কবু মোল্লা, মোঃ ফারুক হিল্টন, মোঃ ইউনুস আলী সরদার, ওয়াহেদুর রহমান দিপু, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, শিক্ষা কর্মকর্তা এম এ মাজেদ সহ কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন।
(5)