নামাজে জানাযার পূর্বে উপস্থিত শোকার্ত মানুষের উদ্দেশ্যে খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ সাবেক এ মেয়রকে কর্মবীর হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ছিলেন খুলনার পরিকল্পিত উন্নয়নের কারিগর।
বঞ্চিত খুলনার উন্নয়নে তিনি নিরলস পরিশ্রম করেছেন। একে একে গড়ে তুলেছেন বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স, কলেজিয়েট গার্লস স্কুল, ইসলামাবাদ কলেজিয়েট গার্লস স্কুল, নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ, জাতিসংঘ শিশু পার্ক, সহ ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার, নগর মতৃসদন সহ অনেক নান্দনিক স্থাপনা। তাঁর এ সকল অমর কীর্তির জন্য এই কর্মবীরের প্রতি কেসিসি’র পক্ষ থেকে সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা হবে।
জানাযায় কেসিসি’র কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী সহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে শেখ তৈয়েবুর রহমানের মরদেহ বাগেরহাট জেলার কররী গ্রামে নেয়া হয় এবং সেখানে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
(5)